শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক

১২:৫৬, ৩ অক্টোবর ২০২২

৩৮৬

পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের

কয়েকদিন আগে বাংলাদেশ নারী দলের কোচ জানিয়েছিলেন ভারতকে হারানোই তাদের মূল লক্ষ্য। তবে পাকিস্তানের বিপক্ষে যে হতশ্রী ব্যাটিং দেখালো টাইগ্রেসরা তাতে কোচের কথা পরিণত হয়েছে কৌতুকে। বাংলাদেশের দেয়া ৭১ রানের মামুলি লক্ষ্য ৯ উইকেট ৪৬ বল হাতে রেখেই পার করে ফেলেছে পাকিস্তান।

ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও অপরিপক্কতা প্রদর্শন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বোলিংও ছিল ছন্নছড়া। ৮ম ওভারে মুনীবা আলি কাট করতে গিয়ে উইকেট না বিলিয়ে আসলে ১০ উইকেটের হারের লজ্জায় পুড়তে হতো বাংলাদেশকে।

তবে আরেক ওপেনার সিদরা আমিন ছিলেন অবিচল, ৩৫ বলে ৩৬ রান করে নেতৃত্ব দেন রান তাড়ার। ওয়ান ডাউনে নামা বিসমাহ মারুফ অপরাজিত থাকেন ১২ রান করে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় টাইগ্রেসরা। শামীমা সুলতানাকে বোল্ড করেন দিয়ানা বাইগ। পরের ওভারে আরেক ওপেনার ফারজানা হক পিংকিকেও বোল্ড করে ফেরত পাঠান সাদিয়া ইকবাল। ২ ওভারের মধ্যে দুই ওপেনারই ফিরে যান সাজঘরে।

এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রুমানা আহমেদকে নিয়ে চেষ্টা চালালেও সফল হয়নি তা, মাত্র ১ রান করে দিয়ানার দ্বিতীয় শিকারে পরিণত হন এই অলরাউন্ডার।

এদিকে খেলাটা টি-টোয়েন্টি ফরম্যাটের হলেও শুরু থেকেই টেস্ট মেজাজে ব্যাট চালায় বাংলাদেশি ব্যাটাররা। রুমানা যখন ফিরে যান, বাংলাদেশের রান রেট তখন ওভারপ্রতি ১ এরও নিচে।

এরপর লতা মন্ডলকে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা ছোট একটি জুটি গড়ে সামাল দেন বিপর্যয়। তবে সুসময় বেশিক্ষণ সঙ্গী হয়নি ট্রাইগ্রেসদের, দু'জনকেই ফেরাম নাদিয়া দার।

৪২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। দলীয় ৪৮ রানে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পড়েন সোবহানা মোস্তারি। ততক্ষণে সম্মানজনক সংগ্রহের আশাও শেষ হয়ে গেছে স্বাগতিকদের।

১৮তম ওভারে রিতু মণি রান আউট হয়ে ফিরে গেলে সপ্তম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির পর পুনরায় খেলা শুরু হলে ১৯তম ওভারে আবারও উইকেট হারায় টাইগ্রেস বাহিনী, এবার সাজঘরের পথ ধরেন নাহিদা আক্তার।

শেষ ওভারে ৬ রান এলে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটের বিনিময়ে ৭০ রান। পাক বোলারদের মধ্যে অধিক সফল ছিলেন দিয়ানা ও নিদা, দু'জনেই নিয়েছেন দু'টি করে উইকেট।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank