শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ছাড়লেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

১২:০৮, ১৭ জানুয়ারি ২০২২

৪৭১

ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ছাড়লেন জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর মাত্র একদিন আগে দেশটি ছাড়তে হলো নোভাক জোকোভিচকে। ফেডারেল কোর্টের আদেশে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হয়েছে বিশ্বের শীর্ষ এই টেনিস তারকাকে। বাতিল করে দেওয়া হয়েছে তার ভিসা।

তাতে অবসান হলো অস্ট্রেলিয়ার কোভিড প্রবেশের নিয়ম ও তার টিকা না নেওয়া নিয়ে চলা ১১ দিনের নাটকের।

ফেডারেল আদালতের তিন বিচারকের সর্বসম্মতিক্রমে রায় দিলে জোকোভিচের ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের আশা শেষ হয়ে যায়। সার্বিয়ান টেনিস তারকা ঘণ্টাখানেকের মধ্যে মেলবোর্নে বিমানবন্দরে যান। ফেডারেল এজেন্টরা তাকে ও তার দলকে বিজনেস লাউঞ্জ থেকে গেটে নিয়ে যান। সেখান থেকে দুবাইয়ের এমিরেটস ফ্লাইটে ওঠেন। স্থানীয় সময় রাত ১১টায় তাকে নিয়ে উড়াল দেয় বিমান।

সোমবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। আগের দিন নির্ধারণ হয়ে গেল জোকোভিচের ‘দুর্ভাগ্য’। ৯ বারের চ্যাম্পিয়ন বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান করি এবং দেশ থেকে আমার চলে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব। সপ্তাহখানেক ধরে আমার ওপর সবার চোখ থাকায় আমি অস্বস্তিবোধ করছি। আমি আশা করছি এখন সবার নজর থাকবে খেলা ও টুর্নামেন্টে, যা আমি ভালোবাসি।’

এর আগে, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গত ৬ জানুয়ারি মেলবোর্নে পা রেখে বিপদে পড়েন জোকোভিচ। করোনার টিকা নেওয়ার প্রমাণ দিতে না পারায় তার ভিসা বাতিল হয় এবং আটকে রাখা হয়। তবে ১০ জানুয়ারি আদালত তাকে ভিসা ফেরত দেওয়ার রায় দেন। তবে অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক ফের তার ভিসা বাতিল করলে শনিবার আবার আটক হন জোকোভিচ। রবিবার এলো চূড়ান্ত ঘোষণা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank