বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ || ১০ পৌষ ১৪৩২ || ০২ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এগিয়ে থেকেও বিফল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯:৪০, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:৪২, ১৩ অক্টোবর ২০২১

৫০৯

এগিয়ে থেকেও বিফল বাংলাদেশ

ম্যাচে সমতা ফিরিয়ে নেপালের খেলোয়ারদের উদযাপন
ম্যাচে সমতা ফিরিয়ে নেপালের খেলোয়ারদের উদযাপন

খেলা শুরু ৯ মিনিটেই সুমন রেজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সেই এগিয়ে থাকা বজায় রইলো খেলার ৮৭ মিনিট পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যাচে ১-১ সমতায় ফেরে নেপাল। আর তাতেই প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলো তারা।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলার শুরুতে সুমন রেজা গোল করার পর ফাইনালের আশা জাগিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর লালকার্ডে মুহূর্তেই বদলে গেল সবকিছু। ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা জাগিয়ে স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ।

ফাইনাল খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু এই ড্র করার ফলে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ থেকে ছিটকে গেলো অস্কার ব্রুসনের দল। অন্যদিকে ৭ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠল নেপাল।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank