শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্ণবাদ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার ওলি রবিনসন

স্পোর্টস ডেস্ক

১৪:১৫, ৭ জুন ২০২১

আপডেট: ১৪:১৭, ৭ জুন ২০২১

৫০১

বর্ণবাদ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার ওলি রবিনসন

নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকেই ব্যাটে বলে নজর কেড়েছিলেন ওলি রবিনসন। কিন্তু এক টেস্ট খেলেই শেষ হতে পারে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। আর তার কারণ বর্ণবাদ। 

এক বিবৃতিতে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, ইংল্যান্ড ও সাসেক্সের বোলার ওলি রবিনসনকে ২০১২ ও ২০১৩ সালে করা বর্ণবাদি টুইটের তদন্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হলো। 

লর্ডস অভিষেকে দারুণ করেছিলেন রবিনসন। প্রথম ইনিংসে চার উইকেট নেয়ার পর পরের ইনিংসে নেন তিন উইকেট। এছাড়া ব্যাট হাতেও খেলেন ৪২ রানের এক ঝলমলে ইনিংস। কিন্তু টুইট প্রসঙ্গ আসতে সব আড়াল পড়ে যায়। 

২০১২ সালের টুইটে মুসলমানদের জঙ্গি  এবং ২০১৩ সালে এশিয়া ও নারীদের নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন ওলি। এ ঘটনা সামনে আসার পর ক্ষমা চান রবিনসন এবং নিজেকে লজ্জিত বলেও জানান। আর বলেন, তদন্তের আগে তাকে নিষিদ্ধ করেছে ক্রিকেট বোর্ড। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank