শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লেইপজিগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে লিভারপুল

স্পোর্টস করেসপন্ডেন্ট

১০:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৫৬৩

লেইপজিগকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে লিভারপুল

পাঁচ মিনিটের জোড়া ভুল, আর তাতেই হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হলো লেইপজিগকে। সাদিও মানে ও মোহাম্মদ সালা্হর গোলে নিজেদের কোয়ার্টার ফাইনালের পথ অনেকটা মসৃণ করেছে জার্গেন ক্লপের দল। 

ম্যাচটি লেইপজিগের মাঠ রেড বুল অ্যারেনায়, তবে যুক্তরাজ্যসহ ১৭ টি দেশের নাগরিকদের জন্য জার্মানির নিষেধাজ্ঞা থাকায় ম্যাচ আয়োজন হয় বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। 
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারতো লেইপজিগ। বাঁ দিক থেকে আনহেলিনোর ক্রসে ডি-বক্সে দানি ওলমোর ডাইভিং হেডে বল পোস্টে লাগে।

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারা লিভারপুল প্রথম সুযোগ পায় চতুর্দশ মিনিটে। অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের পাসে সালাহর নেওয়া শট রুখে দেন গোলরক্ষক। 

৩৪ মিনিটে সাদিও মানের ক্রসে কাছ থেকে হেডে জালে বল পাঠান ফিরমিনো। তবে মানে অফসাইডে থাকায় গোল মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক সেভ করে জাল অক্ষত রাখেন আলিসন। ওলমোর বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ক্রিস্তোফা এনকুনকুর নেওয়া শট ঠেকিয়ে দেন এ ব্রাজিলিয়ান গোলরক্ষক।

তারপরই জোড়া ভুল করে লেইপজিগ। ৫৩তম মিনিটে মিডফিল্ডার মার্সেল সাবিতজারের ব্যাকপাসে বল পেয়ে যান সালাহ। ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করতে কষ্টই হয়নি তার। পরের গোলটি আসে ডিফেন্ডার নর্দি মুকিয়েলের ভুলে। কার্টিস জোন্সের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে পারেননি তিনি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মাটিতে। বল পেয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন মানে।

ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেলো লিভারপুল। অ্যানফিল্ডে জার্গেন ক্লপ শিষ্যদের হারানো তো আর সহজ বিষয় নয়। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank