রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২০ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোনালদোর তৃতীয় বিয়ে 

স্পোর্টস ডেস্ক

১৩:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

৩৯৫

রোনালদোর তৃতীয় বিয়ে 

তৃতীয়বার বিয়ে করলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদো।  ব্রাজিলের বিশ্বকাপজয়ী লিজেন্ড ফুটবলার রোনালদোর নববিবাহিতা স্ত্রীর নাম সেলিনা লকস। তিনি একজন মডেল। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এতে বলা হয়, গত রোববার স্পেনের ইবিজায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাবেক ব্রাজিলীয় স্ট্রাইকার ও তার নবপরিণীতা দুজনই বিয়ের অনুষ্ঠানে সাদা পোশাক পরেছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিয়ের ছবিতে দেখা যায়, হাত ধরে হেঁটে যাচ্ছেন নবদম্পতি। আর তাদের ওপর দুপাশ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন আগতরা।

ফেসবুক পোস্টে সেলিনা লিখেছেন, ‘আজ আমরা দুজনে এক হলাম। একসঙ্গে আমরা বুড়ো-বুড়ি হতে চাই। জীবনে আরও বহুবার দুজনে মিলে এভাবেই উৎসব করব।’

এ বছর জানুয়ারিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেড়াতে গিয়ে রোনালদো বিয়ের প্রস্তাব দেন সেলিনাকে। তখনই তাদের বাগদান হয়। সাত বছর ডেটিং করার পর সেলিনা ব্রাজিলের ফুটবল আইকন রোনালদোর তৃতীয় স্ত্রী হতে রাজি হন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank