শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক স্ট্যাটাসে সানজিদার বেড়েছে দেড় লাখ ফলোয়ার

স্পোর্টস ডেস্ক

১৫:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২২

৪৮৩

এক স্ট্যাটাসে সানজিদার বেড়েছে দেড় লাখ ফলোয়ার

সাফ জিতে আনন্দে ভাসছেন সাবিনা-সানজিদা-কৃষ্ণারা। এই আনন্দ অসীম। মাঠের খেলা তো আছেই পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নারী ফুটবলাররা বেশ সক্রিয়। বিশেষ করে ফেসবুকে। সাফ জয়ের পর তাদের ফ্যান-ফলোয়ার বেড়েই চলেছে।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার বেড়েছে সানজিদা আক্তারের। এক স্ট্যাটাসের পর তার ফলোয়ার বেড়েছে দেড় লাখ! সানজিদার ভেরিফায়েড পেজে এখন ফলোয়ার রয়েছেন ৪ লাখ ১৫ হাজার। নেপানের বিপক্ষে ফাইনালে আগে আবেগপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছিলেন সানজিদা। যেখানে জানিয়েছিলেন, ফাইনাল জয়ের আকাঙ্ক্ষা ও জিতলে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উৎসবের কথা। মুহূর্তেই ভাইরাল হয় ওই স্ট্যাটাসটি।

সানজিদা এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ফাইনাল জেতার পর দেখি লাল-সবুজ জার্সিতে ফেসবুক আসছে। আগে আমার ফলোয়ার ছিল আড়াই লাখ। এখন ফাইনাল জিতে ওই স্ট্যাটাসের পরে (ছাদখোলা বাস চেয়ে আবেদন) সেটা দেড় লাখ বেড়েছে।’

যদিও মেয়েরা বেশি সময় মোবাইল চালাতে পারেন না। শুধু শুক্রবার দুই ঘণ্টার জন্য মোবাইল হাতে পান। সানজিদা বলেছেন, ‘অনেকে অনেক কথা বলতে চায়। তবে শুক্রবার দুই ঘণ্টার জন্য ফোন পাই। এমনিতে পাই না। প্রয়োজন হলে তখন মোবাইলে কথা বলতে পারি।’

সানজিদার মতো কৃষ্ণাসহ অন্যদের ফ্যান-ফলোয়ারও বেড়েছে। কৃষ্ণার ফেসবুকে রয়েছে বর্তমানে ২ লাখ ১৫ হাজার অনুসারী।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash