শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঈদের আগেই দুই সেতু ও ৮ ওভারপাস উন্মুক্ত

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৩০, ৬ এপ্রিল ২০২৪

১৭১

ঈদের আগেই দুই সেতু ও ৮ ওভারপাস উন্মুক্ত

ঈদুল ফিতরের আগেই এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়কে নির্মিত একটি রেল ওভারপাস, ৭টি ওভারপাস ও দুটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি প্রকল্পগুলো উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনগণের জন্য ঈদ উপহার হিসেবে এসব উন্মুক্ত করা হলো।

অনুষ্ঠানে একইসঙ্গে মেঘনা টোল প্লাজায় ১২টি বুথে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু ও মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় ২০১৬ সাল থেকে সীমিত পরিসরে একটি করে লেনে ইটিসি চালু রয়েছে। যানবাহনের দীর্ঘ সারি কমাতে এবং দ্রুত সময়ে টোল সংগ্রহ করতে বিদ্যমান মেঘনা সেতু টোল প্লাজার পাশে নতুন আরেকটি টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। দুটি টোলপ্লাজার মোট ১২টি বুথের সবকটিতেই ক্যাশ ও ক্যাশলেস (ইটিসি) ট্রানজেকশনের মাধ্যমে টোল দেওয়ার ব্যবস্থা রয়েছে।

ইটিসির মাধ্যমে টোল দিলে যানবাহন বিরতিহীনভাবে অর্থাৎ টোল প্লাজায় না থেমেই দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারিও তৈরি হবে না।

ঈদ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত