সোমবার   ২০ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৪১, ৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ২৩:৩০, ৯ ডিসেম্বর ২০২০

৮৮৮

শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে (৯ ডিসেম্বর) বিমানবন্দর থেকে বিশালাকৃতির বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটির ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের পাইলিং করা হচ্ছিল। মাটি খোড়ার সময় শ্রমিকরা সিলিন্ডার আকৃতির বোমাটি দেখতে পান। 

পরে মাটির প্রায় তিন মিটার গভীর থেকে সিলিন্ডার আকৃতির ২৫০ কেজি ওজনের বোমাটি উদ্ধার করা হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় বিমান বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা। তারা নিশ্চিত করে এটি বোমা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত