রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের গেজেটভুক্তির উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০৫, ২৯ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:০০, ২৯ অক্টোবর ২০২০

১০২১

নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের গেজেটভুক্তির উদ্যোগ

ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নাম গেজেটভুক্ত করতে চাইছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ জন্য তাদের আবেদন করতে বলেছে মন্ত্রণালয়। স্বাধীনতার চার দশকের কাছাকাছি সময়ে অবশেষে তালিকাভুক্ত হতে যাচ্ছে নারী বীর মুক্তিযোদ্ধাদের নাম। 

নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই  আবেদন জমা দিতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন- এনআইডি, যুদ্ধকালীন কমান্ডার এর প্রতিবেদন, যদি সম্ভব হয় স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন জমা দিতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তারা, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির মতামতসহ তা সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ে পাঠাবেন।

এছাড়া অন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, গবেষক, নারী সংগঠন বা এনজিওর কাছে  নারী বীর মুক্তিযোদ্ধার সম্পর্কে তথ্য থাকলে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোরও অনুরোধ করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত