সোমবার   ২০ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেট-৩ এ জিতলেন আওয়ামী লীগের হাবিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিলেট

২০:০৪, ৪ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২৩:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২১

৫৭৭

সিলেট-৩ এ জিতলেন আওয়ামী লীগের হাবিব

আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব
আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। 

নৌকা প্রতীকে হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।

ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে সকাল ৮টায় এই উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলে। ১৪৯ কেন্দ্রে ভোট পড়ে এক লাখ ১৪ হাজার ৩০৯টি। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। 

সিলেট-৩ আসনে (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) নির্বাচনে হাবিবুর রহমান এবং আতিকুর রহমান ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব প্রতীক)।

এই নির্বাচন বয়কট করেছে বিএনপি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত