বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাতেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২৫, ৩ জুন ২০২১

আপডেট: ১৬:৪৪, ৩ জুন ২০২১

৬৩৮

করোনাতেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ

চলমান করোনা মহামারির মধ্যেও আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। 

**করোনা মহামারি মোকাবেলায় আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

****সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন অর্থমন্ত্রীর

**বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের আয়ে করারোপ ১৫ শতাংশ

**মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২.৬ বছর

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট  উত্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন টাকার অঙ্কে জিডিপি লক্ষ্য ৩৪ লাখ ৭৩ হাজার ৯১১ কোটি টাকা।

করোনার প্রকোপ থেকে দেশের অর্থনীতি এখনও পুনরুদ্ধার হয়নি। অন্যান্য দেশের মতো খুব বেশি ধাক্কা না খেলেও লক্ষ্যমাত্রা  অর্জিত হয়নি। ২০২০-২১ অর্থবছরে জিডিপি লক্ষ্য ৮.২ শতাংশ ধরা হলেও পরে তা প্রথমে ৭.৪ এ এবং পরবর্তীতে ৬.১ এ নামিয়ে আনা হয়। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর প্রাথমিক তথ্যমতে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। এসব কিছু মাথায় নিয়েই নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রী বলেন, মধ্যমেয়াদে আমাদের প্রবৃদ্ধির প্রধান উৎস হলো শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে ভোগ ও বিনিয়োগ এবং বহিঃস্থ চাহিদা বৃদ্ধিতে রফতানি হবে আমাদের মনোযোগের ক্ষেত্র। প্রবাস আয়ের প্রবৃদ্ধি মধ্য মেয়াদেও অব্যাহত থাকবে। সরকারি বিনিয়োগের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত