শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গঙ্গায় ভাসছে ৪০ লাশ, করোনায় মৃত্যু বলে অনুমান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৫০, ১১ মে ২০২১

আপডেট: ১২:১৩, ১১ মে ২০২১

৩৭৬

গঙ্গায় ভাসছে ৪০ লাশ, করোনায় মৃত্যু বলে অনুমান

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত এখন মৃত্যুপুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের দৈনিক মৃত্যুর ২৫ শতাংশই হচ্ছে দেশটিতে। দৈনিক মারা যাচ্ছে প্রায় ৪ হাজার মানুষ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও কয়েকগুণ হবে। দিল্লিতে শ্মশানের চিত্র বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। তেমনই মর্মান্তিক দৃশ্য দেখা গেলো গঙ্গায়। 

বিহারের বুক্সার জেলায় গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে ৪০ টি মরদেহ। সন্দেহ করা হচ্ছে এরা করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। শ্মশানে কাঠ সংকট বা বেশি মরদেহ হওয়ায় সেগুলো ভাসিয়ে দেয়া হয়েছে। 

মরদেহগুলো প্রথমে দেখতে পান আশোক কুমার নামের একজন। তার বরাত দিয়ে ভারতের এনডিটিভি জানায়, গঙ্গায় আরও মরদেহ আছে। সে সংখ্যা অন্তত ১০০ হবে। 

আরেক স্থানীয় কেকে উপধ্যায় জানান, কয়েকদিন ধরেই মরদেহগুলো পানিতে ভাসছে। এখানে কোন কোন মরদেহ অর্ধ-জ্বলন্ত। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুক্সার জেলা প্রশাসন মনে করছে মরদেহগুলো পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশ থেকে এসেছে। কোন জায়গা থেকে এসেছে এ বিষয়ে তদন্ত চলছে। 

গঙ্গা ভারতের উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগেরে পড়েছে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত