শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজপরিবারের উপাধি আবার ব্যবহার করায় সমালোচনার মুখে হ্যারি-মার্কেল

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৩৫, ১ মার্চ ২০২৪

৩৬৩

রাজপরিবারের উপাধি আবার ব্যবহার করায় সমালোচনার মুখে হ্যারি-মার্কেল

সম্প্রতি নিজেদের সন্তানের উপাধি পরিবর্তন করেছেন ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যাওয়া প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। সন্তান আর্চি ও লিলিবেটের উপাধি পরিবর্তন করে আর্চি সাসেক্স এবং লিলিবেট সাসেক্স নাম রেখেছেন তারা। খবর সামা টিভির।

এমনকি হ্যারি ও মেগানের ওয়েবসাইটের নাম 'আর্কওয়েলডটকম' পরিবর্তন করে 'সাসেক্স ডটকম' রাখা হয়েছে। 

ব্রিটিশ রাজপরিবারের উপাধি আবার ব্যবহার করতে শুরু করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

এ বিষয়ে জিবিএন আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোরোগ বিশেষজ্ঞ ড. ক্যারল লিবারম্যান বলেন, 'যুক্তরাষ্ট্রে মেগান মার্কেলের জনপ্রিয়তার আশা ক্ষীণ হয়ে গেছে। তারা মরিয়া হয়ে উঠছে, আরও মরিয়া'। 

মেগান মার্কেলের ব্রিটিশ রাজপরিবারের উপাধি ব্যবহার করার মতো ক্রিয়াকলাপকে 'খাঁটি ভণ্ডামি' হিসেবে অভিহিত করেছেন তিনি। 
একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, তাদের এই উপাধি ব্যবহার রাজপরিবার থেকে অভিযোগের জন্ম দিতে পারে। রাজকীয় বিশেষজ্ঞ অ্যাঞ্জেলা লেভিন এ ঘটনাকে 'দুঃখজনক' হিসেবে অভিহিত করেছেন।

তবে হ্যারি ও মেগানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 'প্রিন্স হ্যারি ও মেগান হলেন সাসেক্সের ডিউক এবং ডাচেস। এটি বাস্তবতা। এটি তাদের উপাধি ও পারিবারিক নাম।"

রাজপরিবারের হ্যারি ও মেগানের উপাধি ছিল ডিউক অ্যান্ড ডাচেস অব সাচেক্স। ২০২০ সালে প্রিন্স হ্যারি রাজকীয় দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর এই উপাধি হারিয়েছিলেন তারা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত