শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কিয়েভে রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান উড়িয়ে দিলো রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:৩০, ২৭ জুন ২০২২

আপডেট: ২৩:৩১, ২৭ জুন ২০২২

৩০৯

কিয়েভে রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান উড়িয়ে দিলো রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির একটি রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে রাশিয়া। সোমবার (২৭ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল চারটি হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সেনারা ওই ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় এবং তা ধ্বংস করে দেয়। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করা হয় বিবৃতিতে।

ইউক্রেনের সামরিক বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করে এবং এজন্য ইউক্রেনের পক্ষ থেকে দশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনী যোগাযোগ সমন্বয়হীনতার কারণে নিজেরাই নিজেদের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে যার একটি আবাসিক ভবনের ওপরে পড়ে। তবে এনপিআর এবং এপি-সহ বেশ কিছু গণমাধ্যম ভূপাতিত ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছে। পার্সটুডে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত