মঙ্গলবার   ১৪ মে ২০২৪ || ৩০ বৈশাখ ১৪৩১ || ০৪ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিলেট বিভাগে একদিনে করোনায় মৃত্যু ১

স্পটলাইট ডেস্ক

১৫:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২১

৩৮৬

সিলেট বিভাগে একদিনে করোনায় মৃত্যু ১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৯১৬ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৭।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪২, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজারের ১০ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৯৮৯। 

এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ২৫৪, সুনামগঞ্জের ৬ হাজার ২০০, হবিগঞ্জের ৬ হাজার ৫৭৪ ও মৌলভীবাজারের ৭ হাজার ৯৬২ জন আছেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে। ৭১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৫।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া একজন নিয়ে বিভাগে এখন করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৩০। এর মধ্যে সিলেট জেলার ৯৩৯, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন আছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ২০০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৮১।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৪। 

এর মধ্যে ১২২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ৯, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত