শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১১:১২, ১ মে ২০২১

৪৮৮

শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা, ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলা গড়িয়েছে তৃতীয় দিনে অথচ শেষ হয়নি প্রথম ইনিংস। এভাবে চললে টেস্টটি ড্র হবে, তাই জেতার ইচ্ছে থেকেই হয়তো ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। 

৪৬৯-৬ দিয়ে শুরু লঙ্কানরা ইনিংস ঘোষণা করে ৪৯৩ রানে। এসময় অবশ্য একটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তাসকিনের করা বলে পুল করতে চেয়েছিলেন রামেশ মেন্ডিস। ব্যাটেও লাগিয়েছিলেন ঠিক মতো তবে ডিপ স্কয়ার লেগটা পার করতে পারেননি। ধরা পড়েন মুশফিকুর রহিমের হাতে। 

৩৪.২ ওভার বোলিং করে ১১৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তাসকিন। যা তার ক্যারিয়ার সেরা৷ তবে প্রথম ও দ্বিতীয় দিনের জোড়া ক্যাচ ও আজকের স্লিপে ওঠা ক্যাচটি ধরতে পারলে ৫ উইকেটের বেশিই হয়তো পাওয়া হতো এই পেসারের। 

লঙ্কানদের ইনিংস ঘোষণার পর ব্যাট করছে বাংলাদেশ। কোন উইকেট না হারিয়ে এখন পর্যন্ত তুলেছে ২০ রান। সব রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। প্রথম টেস্টের পর এবারও আগ্রাসী মেজাজে খেলছেন এই বাঁহাতি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank