শুক্রবার   ১৭ মে ২০২৪ || ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক

০০:২০, ২৭ এপ্রিল ২০২২

আপডেট: ০৮:৫৫, ২৭ এপ্রিল ২০২২

৫৮৩

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার কোভিড টেস্টে পজিটিভ ফল এসেছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সর্বোচ্চ পদে আসীনদের একজন হলেন তিনি, যার কোভিড পজিটিভ ধরা পড়লো। হোয়াইট হাউজে প্রশাসনের আরো কয়েকজনের মধ্যে ভাইরাস সংক্রমণ হয়েছে যে কারণে প্রেসিডেন্ট বাইডেনকে নিয়েও উদ্বেগ রয়েছে।  

ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে র্যাপিড ও পি.সি.আর উভয় টেস্টের ফলই পজিটিভ এসেছে। এবং ভাইস প্রেসিডেন্ট তার টেস্টের ফল নেগেটিভ না আসা পর্যন্ত হোয়াইট হাউজে যাচ্ছেন না। তিনি নেভাল অবজারভেটরিতে নিজ সরকারি বাসভবন থেকেই কাজ করছেন। 

তবে কোভিডের লক্ষণগুলো তেমন কিছুই নেই ভাইস প্রেসিডেন্টের। তার মুখোপাত্র ক্রিস্টেন অ্যালেনকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে,  গত কয়েক দিনে প্রেসিডেন্ট বাইডেন বা ফার্স্ট লেডির খুব কাছাকাছি যাননি কমলা হ্যারিস। 

এর আগে স্পিকার ন্যান্সি পেলোসি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের সর্বোচ্চ তিন পদে আসীনদের দু'জনই কোভিড আক্রান্ত হলেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত