শুক্রবার   ১৭ মে ২০২৪ || ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনের ফল রবিবার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪৯, ১ মে ২০২১

৩৯১

ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনের ফল রবিবার

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পদুচেরি সম্প্রতি হয়ে যাওয়া ভারতের এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে রবিবার (২ মে)। রবিবার সকাল থেকে শুরু হবে ভোট গনণা। 

দেশটিতে করোনার ভয়াবহ পরিস্থিতি মধ্যে ভোট গনণা এবং ফল ঘোষিত হবে। দেশটির নির্বাচন কমিশন অবশ্য বিজয় মিছিলসহ অন্যান্য কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে।

পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-ই আবার ক্ষমতায় আসতে পারে বলে ইংগিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। অন্যদিকে আসামে লড়াই হবে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেস জোটের মধ্যে। অন্যদিকে কেরালায় মূল প্রতিদ্বন্দ্বী বর্তমান ক্ষমতাসীন বাম জোট এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে। তামিলনাড়ুতে আঞ্চলিক দল ডিএমকে-এর জয়লাভ অনেকটা নিশ্চিত দেখাচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলো। অন্যদিকে কেন্দ্রশাসিত পদুচেরিতে এবার বিজেপি জোটের জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর আগে পদুচেরিতে কংগ্রেস ক্ষমতায় ছিল।

যদিও বুথ ফেরত সমীক্ষা নিয়ে দলগুলোর নানা মত রয়েছে। অনেক সময়ই বুথ ফেরত সমীক্ষার ফলাফল উল্টে যেতে দেখা যায়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত