রোববার   ১২ মে ২০২৪ || ২৯ বৈশাখ ১৪৩১ || ০২ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যান্ড শিল্পীদের চিকিৎসা সেবায় দ্বিপাক্ষিক চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:০৭, ১১ মার্চ ২০২১

১০৩২

ব্যান্ড শিল্পীদের চিকিৎসা সেবায় দ্বিপাক্ষিক চুক্তি সই

এখন থেকে বামবার সদস্যভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্যরা হাসপাতালটিতে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা নিতে পারবেন।
এখন থেকে বামবার সদস্যভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্যরা হাসপাতালটিতে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা নিতে পারবেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। বৃহস্পতিবার (১১ মার্চ) মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই চুক্তি সাক্ষরিত হয়। 

এখন থেকে বামবার সদস্যভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্য ও পরিবারবর্গরা হাসপাতালটিতে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। পাশপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে তারা স্বাস্থ্যসেবা পাবেন। 

এই চুক্তিতে সাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী ও মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) সভাপতি হামিন আহমেদ। 

উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার একেএম সাহেদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম সুমন, বামবার সহ-সভাপতি শৈখ মনিরুল আলম টিপু ও সহ-সম্পাদক কাজী আশেকিন। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বামবার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী, দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, সোলসের নাসিম আলী খান, আর্কের হাসান ও আর্টসেলের জর্জ লিংকন ডি কস্তা। 

স্বাস্থ্যচুক্তির পাশপাশি এদিন ব্যান্ড সদস্যদের ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরিমাপসহ প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেয়া হয়।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank