রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রীতিলতাকে নিয়ে ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে শুক্রবার

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২১:১২, ২০ নভেম্বর ২০২২

৪৩৮

প্রীতিলতাকে নিয়ে ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে শুক্রবার

বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতাকে নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ ।

বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' অবলম্বনে 'বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এ চলচ্চিত্রের নির্মাণ ব্যয় হয়েছে ৯৬ লাখ টাকা। 

পরিচালক জানান- এ চলচ্চিত্রে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। কল্পনা দত্ত চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাণী ঘটক। সংগীত পরিচালনা করেছেন শিল্পী বাপ্পা মজুমদার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank