রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পিনোকিও’র ফার্স্ট লুকে দেখা গেলো টম হ্যাংকস-কে

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৬, ১০ মার্চ ২০২২

৫৭৩

পিনোকিও’র ফার্স্ট লুকে দেখা গেলো টম হ্যাংকস-কে

১৯৪০ সালে নির্মিত ডিজনির অ্যানিমেটেড সিনেমা পিনোকিও'র লাইভ অ্যাকশন ভার্সন নির্মাণ করা হচ্ছে। এতে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাংকস।

সম্প্রতি এ সিনেমাটির প্রথম লুক প্রকাশ করা হয়েছে। সেখানে গেপেত্তো'র চরিত্রে দেখা গেছে হ্যাংকস-কে।

কার্লো কলোডি'র লেখা শিশুতোষ উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অব পিনোকিও থেকে তৈরি হয়েছে উভয় সিনেমার গল্প।

পিনোকিও'র গল্পে গেপেত্তো হচ্ছেন একজন নিঃসন্তান বৃদ্ধ। তাকে দেখা যায় সবসময় একটি সন্তানের আশায় উন্মুখ হয়ে থাকতে।

ফার্স্ট লুকের ওই ছবিতে সাদা চুলের উসকোখুসকো চেহারার হ্যাংকসকে টেবিলের ওপর রাখা পিনোকিওর পুতুলের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

পিনোকিও পরিচালনা করছেন রবার্ট জেমেকিস। জেমেকিস-এর পরিচালনাতেই ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমায় অভিনয় করেছিলেন হ্যাংকস।

সূত্র: পিংকভিলা

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank