মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, সীমান্তে নিষেধাজ্ঞা আরো ১৪ দিন

২২:৫৮, ৮ মে ২০২১

৪৯৫

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, সীমান্তে নিষেধাজ্ঞা আরো ১৪ দিন

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

ভারতের সঙ্গে সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞা আরও ১৪ দিন বাড়িয়েছে সরকার। দেশে কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকার এই নিষেধাজ্ঞার সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে স্থলপথে সকল সীমান্ত দরজা বন্ধ রয়েছে। যা আরও বাড়ানো হলো। তবে সীমান্তে পণ্য পরিবহন আগের মতো বহাল থাকবে।

কোভিড-১৯ বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজরি কমিটি (এনটিএসি)'র পরামর্শ হচ্ছে ভারতের অভ্যন্তরে কোভিড পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আন্তঃসীমান্ত চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে। 

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি সীমান্তপথে দেশে ফিরতে পারতে। সে জন্য তাদের নয়া দিল্লা, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। 

শনিবার বাংলাদেশে অন্তত ৬ জনের শরীরে কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টটির অস্তিত্ব পাওয়া যায়। এরা সাম্প্রতিক সময়ে ভারত সফর করেছেন এবং কোভিডে আক্রান্ত হয়েছেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত