শনিবার   ০৪ মে ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ || ২৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তাইওয়ান প্রণালীতে মহড়া চীনের অধিকার: ক্রেমলিন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:১৩, ৫ আগস্ট ২০২২

২৭৬

তাইওয়ান প্রণালীতে মহড়া চীনের অধিকার: ক্রেমলিন

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া আয়োজনকে চীনের সার্বভৌম অধিকার বলেছে রাশিয়া। পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চীনের সার্বভৌম অধিকার।

পেসকভ আরও বলেন, বৃহস্পতিবার তাইওয়ানের চারপাশে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে চীন, কারণ তাইওয়ান ও পূর্ব এশিয়া অঞ্চলে যে উত্তেজনা শুরু হয়েছে তার অন্যতম কারণ পেলোসির সফর। অপ্রয়োজনীয় সফরের মধ্য দিয়ে এখানে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, যা অনাকাঙ্খিত।

বেইজিংয়ের ক্রমাগত হুমকি উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ান সফর শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি অঞ্চলটি ছেড়ে যান। মার্কিন স্পিকারের এই সফরের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। এরই জেরে তাইওয়ান উপকূলে সামরিক মহড়া শুরু করেছে দেশটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত