রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির কারিগরি কর্মচারী সমিতির নির্বাচন ২৩ মে

ক্যাম্পাস করেসপন্ডেন্ট

২০:৩৩, ২১ মে ২০২২

৯৮২

ঢাবির কারিগরি কর্মচারী সমিতির নির্বাচন ২৩ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কারিগরি কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক (২০২২-২৩) সাধারণ নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২৫ পদের বিপরীতে ভোটাররা ভোট দিতে পারবেন।

নির্বাচনে মাহবুব-মমিনুর, নিজাম-বাদল পরিষদ ও দুজন স্বতন্ত্র প্রার্থীসহ এবার ৪ প্রতীকে (আনারস, চেয়ার, মিনার, ছাতা) লড়বেন প্রার্থীরা। এর মধ্যে চেয়ার প্রতীক নিয়ে নিজাম-বাদল পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৫ পদে প্রার্থী দিয়েছে। 

অন্যদিকে মাহবুব-মমিনুর পরিষদ ২২ টি পদে প্রার্থী দিয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাতা প্রতীকে প্রকৌশল দপ্তরের মো. হাফিজুর রহমান নান্নু ও বিশ্ববিদ্যালয় প্রেসে কর্মরত মো. মঞ্জুরুল ইসলাম মিনার প্রতীকে লড়ছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় আটশ।

কারিগরি কর্মচারীরা মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাব সহকারী, কম্পিউটার সহকারী, টেকনিশিয়ান, সাইন্স অ্যাটেনডেন্স, স্টোর কিপার, ড্রাইভার, লিফটম্যান, বিশ্ববিদ্যালয় পাম্প, পানির লাইন, ইলেকট্রিশিয়ান, এনার্জি প্যাক অ্যাটেনডেন্স, কার্পেন্টার, সিনিয়র সেকশন কাটার ও প্রেস কর্মচারী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank