বুধবার   ১৫ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৫ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকটকের বিরুদ্ধে শিশুদের তথ্য বিক্রির গুরুতর অভিযোগ

সাই-টেক ডেস্ক

১৬:০৮, ২১ এপ্রিল ২০২১

৪৩৩

টিকটকের বিরুদ্ধে শিশুদের তথ্য বিক্রির গুরুতর অভিযোগ

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে লন্ডনে হাইকোর্টে। যেখানে দাবি করা হয়েছে ইউরোপের কয়েক মিলিয়ন শিশুর তথ্য অবৈধভাবে ব্যবহার করেছে চীনা প্রতিষ্ঠানটি। 

বুধবার (২১ এপ্রিল) ইংল্যান্ডের শিশু কমিশনার এবং আইনী সহায়তায় জনপ্রিয় মুখ আইনজীবী অ্যানি লংফিল্ড জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিগ্রস্থ শিশুরা জনপ্রতি কয়েক হাজার পাউন্ড করে পাবে। 

লংফিল্ড জানান, যে শিশুরা ২০১৮ সালের ২৫ মে থেকে টিকটক ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেছে এর মালিকানা প্রতিষ্ঠান বাইটডেন্স।  

একটি ওয়েবসাইটে চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল নম্বর, লোকেশন এবং ভিডিওগুলো যে অবৈধভাবে সংগ্রহ করা হচ্ছে সে বিষয়ে শিশু ও তার অভিভাবকরা জানার অধিকার রাখেন। 

এদিকে টিকটক থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। সবার ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা রক্ষাই প্রতিষ্ঠানের প্রাধান্য। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত