সোমবার   ২০ মে ২০২৪ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১০ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতীয় পার্টির সম্মেলনের তারিখ ঘোষণা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:২৫, ৭ মার্চ ২০২৪

৩৩৯

জাতীয় পার্টির সম্মেলনের তারিখ ঘোষণা

আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দশম জাতীয় সম্মেলন ডেকেছে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জিএম কাদের পন্থিরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (৬ মার্চ) বনানী চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সভাটি পরিচালনা করেন পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

এতে আরও বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ১২ অক্টোবর সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। আগামী ৩০ এপ্রিল ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বরে মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে নিজ নিজ জেলায় বর্ধিত সভা করা হবে। এ ছাড়া ওই সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন (উপজেলাসহ সব পর্যায়ে) দলীয় প্রতীকে অংশগ্রহণ করাও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদপন্থিরা। রওশন এরশাদ নিজেই সম্মেলনের তারিখ ঘোষণা করেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত