বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইরাকে ঈদের কেনাকাটায় আত্মঘাতি বোমা হামলা: নিহত ৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯:৫৩, ২০ জুলাই ২০২১

আপডেট: ০৯:৫৫, ২০ জুলাই ২০২১

৩৮০

ইরাকে ঈদের কেনাকাটায় আত্মঘাতি বোমা হামলা: নিহত ৩৫

ইরাকের বাগদাদে একটি ব্যস্ততম মার্কেটে ঈদের কেনাকাটার সময় আত্মঘাতি বোমা হামলা হয়েছে। হামলায় নারী ও শিশুসহ ৩৫ জন নিহত এবং অন্তত ৬০ জন গুরুতর আহন হন। রয়টার্সের খবরে এই তথ্য বলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বাগদাদের সদর সিটির ওয়াহালিয়াত মার্কেটে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইডি) মাধ্যমে আত্মঘাতী এ হামলা চালানো হয়েছে।

এদিকে নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত