রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২১ আশ্বিন ১৪৩১ || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবিতে সংঘর্ষ: আহত ৩ শতাধিক, রামেকে ভর্তি ৮৬ শিক্ষার্থী

ক্যাম্পাস করেসপন্ডেন্ট

১০:৩৫, ১২ মার্চ ২০২৩

৬৭৪

রাবিতে সংঘর্ষ: আহত ৩ শতাধিক, রামেকে ভর্তি ৮৬ শিক্ষার্থী

বাস ড্রাইভারের সঙ্গে কথাকাটি জেরে স্থানীয় ব্যবসায়ী ও রাজশাহী বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে হতাহত হয়েছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ শিক্ষার্থী। তবে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন ১০ শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের চোখে ও তিনজনের পুরো শরীরে গুলির ক্ষত চিহ্ন আছে। একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

রোববার (১২ মার্চ) সকালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা চাচ্ছি আমাদের ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করতে। আমাদের সব ছাত্ররা যেন চিকিৎসা পায় সেটি দেখভাল করছি। ছাত্রদের সবার অবস্থা মোটামুটি ভালো আছে। শনিবার রাতে সংঘর্ষের মাত্রা তীব্র হলে পরিস্থিতি শান্ত করতে পুলিশ এসে এলোপাতাড়ি রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১০ শিক্ষার্থীর গায়ে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)। গুরুতর আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক একজন আইসিইউতে ভর্তি আছে।

এদিকে, পুলিশের শিক্ষার্থীদের ওপর গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সংলগ্ন রেললাইন অবরোধ করে আন্দোলন করছে। যার ফলে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১১টা ২০ এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও তা ছেড়ে যায়নি।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্মকর্তারা।

উপাচার্য গোলাম সাব্বির সাত্তার মাইক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের প্রতি অনুরোধ-হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank