বুধবার   ২৬ মার্চ ২০২৫ || ১১ চৈত্র ১৪৩১ || ২৩ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্বামীর বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ক্যাম্পাস করেসপন্ডেন্ট

১৮:৫৭, ৬ জুন ২০২২

আপডেট: ১৮:৫৮, ৬ জুন ২০২২

১৪৭৫

স্বামীর বাসা থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্বামীর বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (৬ জুন) বিকাল ৩টার দিকে ঢাকার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল মাওয়া দিশা। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি যশোরের নওয়াপাড়া। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। 

অধ্যাপক আতাউর বলেন, ‘বছর খানেক আগে দিশার বিয়ে হয়। তার শ্বশুড় বাড়ি কুষ্টিয়ায়। স্বামী ঢাকায় থাকেন। দিশা খুবই নম্র ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। গত তিন দিন আগে সে বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় স্বামীর কাছে যান। আজ দুপুর সোয়া ২টার দিকে দিশার স্বামী আমাদের ফোন করে তার আত্মহত্যার কথা জানান। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি।’


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank