সোমবার   ১৭ মার্চ ২০২৫ || ৩ চৈত্র ১৪৩১ || ১৫ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রহমত উল্লাহকে ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:১৮, ২০ এপ্রিল ২০২২

১৩৫০

রহমত উল্লাহকে ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানো অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন মো. অধ্যাপক রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরের দিন ১৮ এপ্রিল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে এক সংবাদ সম্মেলন করেন অধ্যাপক মো. রহমত উল্লাহ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank