সোমবার   ০৯ সেপ্টেম্বর ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রানী রাসমণি খ্যাত অভিনেতা অরিজিত মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৪০, ৮ মার্চ ২০২৩

আপডেট: ১৮:৪০, ৮ মার্চ ২০২৩

৬৪৫

রানী রাসমণি খ্যাত অভিনেতা অরিজিত মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘রানি রাসমণি’ সিরিয়ালের অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। টলিউডের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় এই খবর।

ভারতীয় বাংলা টেলিভিশনের পাশাপাশি নাট্য জগতেও বিচরণ ছিল অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রি তোতা নামেও পরিচিত ছিলেন তিনি।

গতকাল মঙ্গলবার যখন মানুষ দোল উৎসবে মেতেছিলেন তখনই এই দুঃসংবাদ প্রকাশ্যে আসে। জানা গেছে, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎ। সঙ্গে সঙ্গে তাকে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

‘করুণাময়ী রানী রাসমণি’ ছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’, ‘ত্রিশূল’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। বহু নাটকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিনেতার এই অকাল প্রয়াণে শোকাতুর টলিউডের অভিনেতা ও কলাকুশলীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank