শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:১০, ৬ ফেব্রুয়ারি ২০২৩

৫২০

সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু মারা গেছেন

বরেণ্য সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু মারা গেছেন। ৭৮ বছর বয়সে তার জীবনাবসান হলো। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে জনপ্রিয় নাট্যনির্মাতা সাগর জাহান।

জানা গেছে, সোমবার রাত ৩টায় রাজধানীর বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনোয়ার জাহান নান্টু। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আজ বাদ জোহর মগবাজার বড় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাবার মৃত্যুতে শোকাহত ছেলে সাগর জাহান বলেন, ‘আমার জীবনের সবকিছুর সাথে মিশে আছে বাবা। তারা দুজনই আমার পৃথিবী, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, আমার অস্তিত্ব। সবার কাছে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বাকে ওপারে শান্তিতে রাখেন।’

গুণী সংগীত ব্যক্তিত্ব আনোয়ার জাহান নান্টু অসংখ্য গানে সুর দেয়ার পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন। তার সুর করা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘তুমি আমার মনের মাঝি’, ‘চোখের জলে ভেসে চলেছি’, ‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ ‘আমার সুখের সাথী আয়রে’র মতো জনপ্রিয় গান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank