সোমবার   ০৯ সেপ্টেম্বর ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১ || ০২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না: ভাবনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:৩৭, ২২ ডিসেম্বর ২০২২

৬৩৫

কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না: ভাবনা

নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যার নাম ‘এক্সকিউজ মি’। নির্মাণ করছেন রায়হান খান। আর এই সিনেমায় প্রথমবারের মতো জিয়াউল রোশানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ভাবনা।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যেখানে সিনেমার নির্মাতা, প্রধান দুই অভিনয়শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাবনা জানান, কাজের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনায় থাকতে পছন্দ করেন না তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমার কাজ অভিনয় করা। আমি অভিনয় নিয়েই আলোচনায় থাকতে পছন্দ করি।’

এক প্রশ্নের উত্তরে ভাবনা বলেন, ‘যেখানে আপনার প্রশ্ন বলতেই ঝামেলা হচ্ছে, সেখানে আমি কিভাবে আনন্দ পেতে পারি? আমি এসব কটূ কথায় ভীষণ কষ্ট পাই, এখানে তো আনন্দ পাওয়ার কিছু নেই। যেখানে আপনি প্রশ্ন করতেই অস্বস্তি বোধ করছেন সেখানে আমি আনন্দ পেতে পারি না। আমি ভীষণ ভীষণ রকমের কষ্ট পাই। কিন্তু দমে যাই না।’

ভাবনা আরও বলেন, ‘কে আমাকে নিয়ে বাজে কথা লিখল, কে সমালোচনা করল এসব যদি দেখতে যাই, তাহলে এতো সময় চলে যাবে যে পরেরদিন ঘুম থেকেই উঠতে পারবো না। কাঁদতে কাঁদতেই দিন চলে যাবে। সো ওসব আমার দেখার সময় নেই। ওসব নিয়ে কেউই আমরা মাথা ঘামাই না, কিন্তু মানুষ হিসেবে ডেফিনেটলি আমাদের খারাপ লাগবে, যেহেতু বোধশক্তি আছে।’

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank