শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২ || ১৮ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় ফের পেছালো অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তির দিন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:০৯, ৬ এপ্রিল ২০২১

৭৫৬

করোনায় ফের পেছালো অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তির দিন

ভারতের মহরাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ায় ফের পেছালো অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘সূর্যবংশী’ মুক্তির তারিখ। 

করোনা সংক্রমণ রোধে মহারাষ্ট্রে রাতের বেলা কারফিউ ও ছুটির দিনে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পরই ছবিটি মুক্তির তারিখ পিছিয়ে দেন নির্মাতারা। কেননা কারফিউ-লকডাউন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা। আর সেদিনই ছুবি মুক্তি পাওয়ার কথা। 

ছবিটির শুটিং শেষ হয় ২০২০ সালের শুরুতে। সে বছর মার্চের ২৪ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল পুলিশ-অ্যাকশন ঘরানার ছবিটি। সে জন্য চলছিল জোর প্রচারণাও। কিন্তু করোনার থাবায় তা পিছিয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তা পিছিয়ে আনা হয় চলতি বছরের ৩০ এপ্রিল। 

ছবি মুক্তির বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সাথে এক ভার্চুয়াল বৈঠকে বসেন ছবিটির পরিচালক রোহিত শেট্টি। দুজনের আলোচনার পর ছবি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেন রোহিত। আর এমন সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী উদ্ভব। 

 এদিকে ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকা অক্ষয় কুমার নিজেও করোনাক্রান্ত। প্রথম দুদিন কোয়ারেন্টানে থাকার পর এখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank