‘বিগ বস’ বিজয়ী হলেন রুবিনা
‘বিগ বস’ বিজয়ী হলেন রুবিনা
![]() |
জনপ্রিয় ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৪তম আসরে জয়ী হয়েছেন রুবিনা দিলায়েক। ১৪০ দিনের বেশি সময় প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ীর ট্রফি জিতেছেন তিনি।
রবিবার (২১ ফেব্রুয়ারি) ‘বিগ বস ১৪’র গ্র্যান্ড ফিনালে শেষ হাসি হাসেন রুবিনা। পুরস্কার হিসেবে ৩৬ লাখ রুপিও পেয়েছেন টেলিভিশন পর্দার জনপ্রিয় চরিত্র ‘ছোটি বহু’ রূপায়নকারী এ তারকা। এ নিয়ে তার সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক।
পাঁচজন প্রতিযোগী নিয়ে শুরু হয় ‘বিগ বস ১৪’র গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানার আপ হয়েছেন গায়ক রাহুল বৈদ্য। তৃতীয় স্থান অধিকার করেছেন অভিনেত্রী নিক্কি তাম্বলি। আর চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন রাখি সাওয়ান্ত ও আলি গনি।
‘বিগ বস’ পরিচালনা করেন বলিউড সুপারস্টার সালমান খান। তার হাত থেকে পুরস্কার পাওয়াকে ক্যারিয়ারে স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন রুবিনা। কেননা তার যাত্রাটা মসৃণ ছিল না। বহু কাঠখড় পুড়িয়ে এ জায়গায় আসতে হয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন
- বিয়ে করলেন শমী কায়সার
- অভিনেতা মজিবুর রহমান দিলু আইসিইউ তে
- ৬ নভেম্বর ১৯৫২ - ১৯ জানুয়ারি ২০২১
জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই - মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা! - পুলিশকে নিয়ে অশালীন সংলাপ, পরিচালক অনন্য মামুন কারাগারে
- ভারতীয় স্টার গ্রুপের ৫ চ্যানেল বন্ধ বাংলাদেশে
- আমার নাটুকে মামা ও পাতা উল্টানোর দিনগুলো
- অর্ধেক দম পূর্ণ হলো ‘ঊনপঞ্চাশ বাতাস’ দেখে
- ফাইট খিদ্দা, ফাইট...
- অভিনেতা মজিবুর রহমান দিলুর অবস্থা সংকটাপন্ন