শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এটিএম শামসুজ্জামানের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট

১২:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১২:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২১

৪৩৮

এটিএম শামসুজ্জামানের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, এটিএম শামসুজ্জামানের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চলচ্চিত্র ও টেলিভিশন-দুই অঙ্গনেই সমান পদচারণা ছিল এটিএম শামসুজ্জামানের। অভিনয়ে অনবদ্য অবদান রাখায় আজীবন সম্মাননা পান তিনি। 

পাশাপাশি ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ প্রবীণ শিল্পী। আর ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন এ কিংবদন্তি।

এদিন সকালে রাজধানীর সূত্রাপুরের বাসায় এটিএম শামসুজ্জামানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank