নতুন থ্রিলার নিয়ে আসছেন অনুরাগ-তাপসী
নতুন থ্রিলার নিয়ে আসছেন অনুরাগ-তাপসী
![]() |
‘মনমার্জিয়া’র পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন পরিচালক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী তাপসী পান্নু। ‘দোবারা’ নামের থ্রিলার ছবি দিয়ে পর্দা কাঁপাবেন এ দু’জন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) নিজেই ছবিতে কাজ করার বিষয়ে ঘোষণা দেন তাপসী। ইন্সটাগ্রামে লিখেন ‘ আবারও কাজ করবো একসঙ্গে’।
ছবিতে কাজ করা বিষয়ে তাপসী জানান, এ থ্রিলার ছবির অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। এটা দারুণ কিছু হতে যাচ্ছে, কেননা পরিচালক হিসেবে অনুরাগ ও প্রযোজক হিসেবে একতা কাপুরের মতো মানুষ কাজ করছেন।
মনমার্জিয়া ছাড়াও তাপসীকে নিয়ে ‘ষাঁন্ড কি আঁখ’ বানিয়েছিলেন অনুরাগ। সেবার অবশ্য ছিলেন প্রযোজক হিসেবে। কাজের সম্পর্ক ছাড়া দু’জন ভালো বন্ধুও বটে।
একসঙ্গে কাজের প্রসঙ্গে অনুরাগ জানান, দোবারার মাধ্যমে দর্শকদের সামনে আমরা ভিন্নধর্মী থ্রিলার সামনে আনতে চাইছি। এটা তাপসীর সাথে আমার তৃতীয় কাজ হবে। দর্শকরা দারুণ কিছু দেখার অপেক্ষোয় থাকতে পারে।

আরও পড়ুন
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!