মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ || ২৩ আশ্বিন ১৪৩১ || ০২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাকে হুমকি দিলেন তানজিন তিশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:১৬, ১৬ নভেম্বর ২০২৩

৪২৮

কাকে হুমকি দিলেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আর ফিরেই এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে হুমকি দিলেন এই সুন্দরী।

নিজের স্ট্যাটাসে তাকে প্রচারিত মিথ্যা সংবাদের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিশা জানিয়েছেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সকলের নাম ফাঁস করবেন।

তানজিন তিশা লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং-এরপরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই, যার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

এই অভিনেত্রী আরও লিখেছেন, আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে বাবা মারা যায় এবং বিষয়টি আমাকে এতোটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নিবো না।

তানজিন তিশা লিখেছেন, সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ।

এই অভিনেত্রী লিখেছেন, যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank