রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমি এখনও আবেদনময়ী : কারিনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:২৮, ১৫ নভেম্বর ২০২৩

৩৮৬

আমি এখনও আবেদনময়ী : কারিনা

দুই যুগের ক্যারিয়ারে অন্যদের সঙ্গে অহেতুক প্রতিযোগিতা নয়, বরং নিজস্বতা নিয়ে কাজ করেই টিকে আছেন বলে মনে করেন কারিনা কাপুর। ৪৩ বছরে এসেও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

কারিনা বলেন, ‘এখন অভিনেতা-অভিনেত্রীরা সবসময়ই কিছু না কিছু বলে আলোচনায় থাকেন। কিন্তু আমি এটা পারি না। অন্যথায় এত দিন টিকতে পারতাম না। এই যে প্রতিযোগিতা, চেহারার তুলনা, আমাকে আকর্ষণীয়, তরুণ দেখাতে হবে কিংবা বড় কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হবে; এসব আমি পারবো না।’

অভিনেত্রী মনে করেন, তিনি এখনও আবেদনময়ী। তার ভাষ্য, ‘তোমার নিজেকে খুঁজে পেতে হবে, নিজস্বতা খুঁজতে হবে। নিজের মধ্যে এমন একটি জিনিস খুঁজে নিতে হবে, যেটা সবসময় ধরে রাখতে চাও, হারাতে চাও না। তোমরা এখনও সবাই চাচ্ছো যে, ডার্টির (ম্যাগাজিন) প্রচ্ছদে আমার থাকা উচিত, তাই না? তার মানে কিছু একটা তো এখনও আমার মধ্যে আছে, আমি এখনও আবেদনময়ী।’

এদিকে কারিনা সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন ওটিটিতে। সুজয় ঘোষ নির্মিত সিনেমা ‘জানে জান’ দিয়ে তার অভিষেক হয়েছে। গত ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিরিজটি লম্বা সময় ধরে দর্শকপ্রিয়তায় ছিল। প্রশংসাও পেয়েছে বেশ। আগামীতে কারিনাকে দেখা যাবে ‘দ্য ক্রু’ ও ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank