রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২০ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

০০:৩৭, ২৬ মে ২০২৩

৪৪১

ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন ভারতের জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। কনের নাম রুপালি বড়ুয়া। বৃহস্পতিবার (২৫ মে) কলকাতার একটি ক্লাবে ছোট আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তারা। এসময় তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

বিয়ের পর ভারতীয় গণমাধ্যমকে আশিষ বিদ্যার্থী বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে সম্পন্ন করেছি। আজ সন্ধ্যায় বন্ধুবান্ধবের জন্য পার্টির আয়োজন করেছি।’

রুপালি বড়ুয়ার সঙ্গে পরিচয়-প্রেম নিয়ে প্রশ্ন করা হলে আশিষ বিদ্যার্থী বলেন, ‘এটি অনেক বড় গল্প। অন্য এক সময় বলব।’

এর আগে বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিষ। এ সংসারে তাদের একটি সন্তান রয়েছে।

তিনি ১১টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেতাকে বাংলা সিনেমায়ও দেখা গিয়েছে। তিনি যতগুলো সিনেমায় অভিনয় করেছেন বেশিরভাগ সময় খলচরিত্রে দেখা গিয়েছে। বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় তাঁকে দেখা গেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank