শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:৪২, ২৪ মে ২০২৩

৩১১

সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রীর মৃত্যু

ভারতীয় সিরিয়ালের পরিচিত মুখ বৈভবী উপাধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জেসমিন চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) চণ্ডীগড়ের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ি নিয়ে খাদে পড়ে যান অভিনেত্রী। এসময় তার সঙ্গে ছিলেন তার হবু বরও।

জানা গেছে, বৈভবী উপাধ্যায়ের মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বৈভবীর সহ-অভিনেতা ও প্রযোজক জেডি মাজেঠিয়া এক টুইটে লিখেছেন, খবরটা শুনে আমি স্তম্ভিত, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জেসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।

৩২ বছর বয়সী বৈভবী উপাধ্যায় তার ক্যারিয়ারে বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। এর মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়াও ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে।

সূত্র: আনন্দবাজার

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash