সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সম্পর্ককে চিরজীবন লালন করতে চাই: জয়া আহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৪৫, ২২ মে ২০২৩

৬৪২

সম্পর্ককে চিরজীবন লালন করতে চাই: জয়া আহসান

খানিকটা বিরতির পর টলিউডে মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটির নাম— অর্ধাঙ্গিনী। ছবির বিষয়বস্তু স্বামী-স্ত্রীর টানাপোড়েন। ছবি মুক্তি সামনে রেখে কলকাতার একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী। সেখানে দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে নিজের অভিমত জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘বর্তমানে আমরা স্বামী-স্ত্রীর মধ্যে যে যে সমস্যাগুলো দেখি, সেটা হয়ত স্বামী বা স্ত্রী সম্পর্কের সমস্যাগুলোর কথা প্রকাশ্যে বলেন বলে আমরা জানতে পারি। সশরীরে হয়ত তাদের বিচ্ছেদটা আমরা দেখতে পারি।’

তিনি মনে করেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের জটিলতা সবসময় ছিল। কিন্তু নানা কারণে তারা একসঙ্গে থেকে যেতেন। জয়ার কথায়, ‘বিভিন্ন সমস্যা, বনিবনা না হওয়া— এগুলো আগেও ছিল। কিন্তু তখন মানুষ হয়ত অন্যের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে একসঙ্গে থেকে যেতেন, জীবনটা কাটিয়ে দিতেন। আমি স্বামী-স্ত্রীর সম্পর্কের বিষয়ে খুব একটা বিস্তারিত কিছু বলতে পারব না। তবে, আমার সঙ্গে সহজে কারও সম্পর্ক খারাপ হয় না। আমি সবসময় শেষপর্যন্ত চেষ্টা করি একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য। অন্য তরফ থেকে যদি সম্পর্ক শেষ না করে দেওয়া হয়, আমি সবসময় সম্পর্ক ভালো রাখাতেই বিশ্বাসী।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি চাই, সম্পর্ককে চিরজীবন লালন করতে। সম্পর্কের মূল্যায়ন করতে জানি, বলা ভালো করতে চাই। ভুল বোঝাবুঝি তো থাকবেই। তবে আমি বিশ্বাস করি, কোনো মানুষকে ভালোবাসলে, তার খারাপটাকেও ভালোবাসব। কোনো মানুষের ভালো সময়ে পাশে থাকলে, খারাপ সময়ও থাকব— এটাই আমার বিশ্বাস।’

আগামী ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন চুর্নী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তীসহ আরও অনেকে। ছবিরি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank