শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ || ১৩ পৌষ ১৪৩২ || ০৫ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার সিনেমাতে দেখা যাবে শেহনাজকে

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৫১, ৩০ জানুয়ারি ২০২৩

৬৫১

এবার সিনেমাতে দেখা যাবে শেহনাজকে

শেহনাজ কৌর গিলকে এখন এক নামে সবাই চিনলেও তার পরিচিতি রিয়েলিটি শোয়ের মাধ্যমে। ২০১৫ সালে পাঞ্জাবি ছবিতে অভিষেক ঘটে তার। বিগ বসের সৌজন্যে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। সিদ্ধার্থ শুক্লের সঙ্গে তার সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন পাঞ্জাবের এই মডেল-অভিনেত্রী।

সালমান খানের ঘনিষ্ঠ বলেও পরিচিতি রয়েছে তার। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির হাত ধরে বলিউডে বড় পর্দায় হাতেখড়ি হতে চলেছে শেহনাজের। কিছু দিন আগেও গুঞ্জন ছড়িয়েছিল, সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। বলিউডে এখনও পা দেননি। তবে নতুন সিনেমার প্রস্তাব পেলেন শেহনাজ।

খুব শিগগিরই নারীকেন্দ্রিক একটি সিনেমাতে দেখা যাবে শেহনাজকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে বাণী কাপুরকে। এর যাবতীয় প্রস্তুতিও শুরু করে দিয়েছেন শেহনাজও। রীতি মতো অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। মার্চ মাস থেকেই শুরু হবে সিনেমার শুটিং। আবহাওয়ার কারণেই এই সময়কে বেছে নিয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে সিনেমার একটা বড় অংশের শুটিং হবে ভোপালে। যদিও নাম এখন নির্বাচন করা হয়নি।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank