শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রতিটা স্কুলে সুরক্ষিত যৌনশিক্ষার প্রয়োজন: রাকুল

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৫:৪৪, ৪ আগস্ট ২০২২

৫২৫

প্রতিটা স্কুলে সুরক্ষিত যৌনশিক্ষার প্রয়োজন: রাকুল

দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। কাজ করেছেন বলিউডেও।

রাকুলের পরবর্তী সিনেমা ‘ছাত্রিওয়ালি’। এতে একজন কনডম টেস্টারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এক সাক্ষাৎকারে সিনেমার বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেন রাকুল। এই সময়, ভারতে জনসংখ্যা বৃদ্ধি, কনডম ও যৌনশিক্ষা নিয়ে মানুষের মধ্যে গোপনীয়তা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়।

রাকুল বলেন, ‘এই প্রসঙ্গগুলোকে নিষিদ্ধ মনে করা হয়। কিন্তু আমি মনে করি প্রতিটা স্কুলে বাচ্চাদের নিরাপদ যৌনশিক্ষা ও সঠিক যৌনস্বাস্থ্য নিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন। এইচআইভি অথবা এইডস এবং অন্য যৌনবাহিত রোগ সম্পর্কে আমরা খুব কমই জানি। কিন্তু এগুলো খুবই সাধারণ বিষয়। অন্য রোগের মতো কী করা যাবে ও যাবে না তা জানা খুবই প্রয়োজন।’

‘ছাত্রিওয়ালি’ ছাড়াও বর্তমানে রাকুলের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এই অভিনেত্রীর ‘মিশন সিন্ডেরেলা’, ‘ডক্টর জি’, ‘থ্যাংক গড’, ‘আয়ালান’প্রভৃতি সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank