সোমবার   ২৯ মে ২০২৩ || ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ || ০৮ জ্বিলকদ ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাকি জীবনটা একসঙ্গেই থাকতে চান মৌসুমী-ওমর সানী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:১৯, ২ আগস্ট ২০২২

৩৭৮

বাকি জীবনটা একসঙ্গেই থাকতে চান মৌসুমী-ওমর সানী

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী-ওমর সানী। সংসার জীবনের আজ ২৭ বছর। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের পূর্ণতা দেন এ জুটি। ১৯৯৪ সালে মৌসুমী-ওমর সানীকে নিয়ে “দোলা” সিনেমাটি নির্মাণ করেন পরিচালক দিলিপ সোম।

এই সিনেমাটি দিয়েই তাদের দুজনের একসঙ্গে অভিনয়ের শুরু। সেখান থেকেই তাদের দুজনের প্রেম, তারপর বিয়ে। তাদের সংসারে রয়েছেন দুই সন্তান ফারদিন এবং ফাইজা। এর মধ্যে ছেলে ফারদিন বিয়ে করেছেন।

তাদের ২৭ বছরের সংসার জীবন নিয়ে ওমর সানী বলেন, “আমাদের দু’জনের মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে। আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো, একে অন্যকে ছাড় দেই। আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি। বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই।”

উল্লেখ্য, ৪০টির বেশি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী। এগুলোর মধ্যে- “হারানো প্রেম”, “গরীবের রানী”, “প্রিয় তুমি”, “শান্তি চাই”, “দোলা”, “আত্ম অহংকার”, “লাট সাহেবের মেয়ে”, “রঙিন রংবাজ”, “মুক্তির সংগ্রাম”, “মিথ্যা অহংকার”, “ঘাত প্রতিঘাত”, “লজ্জা”, “সংসারের সুখ দুঃখ” ও “কথা দাও” উল্লেখযোগ্য।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA