মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ || ২৩ আশ্বিন ১৪৩১ || ০২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টম এন্ড জেরির নতুন সিরিজে এবার থাকছে মানুষও

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:২২, ১৮ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:০১, ১৮ নভেম্বর ২০২০

১৩১৬

টম এন্ড জেরির নতুন সিরিজে এবার থাকছে মানুষও

ছোটবেলায় টম এন্ড জেরির খুনসুটি দেখেনি এমন মানুষ পাওয়া মুশকিল। কার্টুন নেটওয়ার্কে টম এন্ড জেরি শুরুর বিখ্যাত মিউজিকটি বেজে উঠলে এখনও সমান আগ্রহে টিভির সামনে বসেন অনেকেই। ৫১ বছর ধরে এভাবেই সবার শৈশব রাঙিয়েছে ইঁদুর-বিড়ালের দুষ্টু লড়াই। 

দর্শকদের আবারও টম এন্ড জেরিতে বুঁদ করতে নতুন সিরিজ নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েরনার ব্রোস। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মুক্তি দেয়া হয়েছে তার ট্রেইলার। ২৪ ঘন্টা পার না হতেই ১২ লাখ মানুষ দেখেছে ট্রেইলারটি। 

নতুন সিরিজে পাওয়া যাবে ভিন্ন স্বাদ। কারণ মূল চরিত্র টম আর জেরি ছাড়া বাকি সব চরিত্রেই থাকছে জীবন্ত মানুষ। শুধু অ্যানিমেশন থাকবে মূল চরিত্র দুটিই। 

ট্রেইলারে দেখা যায়, নিউইয়র্কে এক সাথেই অবতরণ করে টম এন্ড জেরি। জেরি গিয়ে অবস্থান নেয় সেখানের এক বিখ্যাত হোটেলে। যেখানে আয়োজন করা হচ্ছে ‘শতাব্দির সেরা বিয়ের অনুষ্ঠান’। কিন্তু জেরির যন্ত্রণায় অতিষ্ট হয়ে উঠে হোটেল কর্তৃপক্ষ। এই অবস্থা থেকে বাঁচাতে ডাক পড়ে টমের। তারপর বাকিটা দর্শক নিজেই হয়তো বুঝতে পারছেন কি হতে চলেছে। 

ট্রেইলারে নতুন সিরিজ আগামী বছর মুক্তি দেওয়ার কথা বলা হলেও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank