বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১১:০৯, ৮ জুলাই ২০২২

১১৪১

চলে গেলেন বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ

চলে গেলেন দেশ বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ। আজ শুক্রবার (৮ জুলাই) ভোরে রাজধানীর উত্তরার নিজের বাসায় তার মৃত্যু হয়। অভিনেত্রীর ছোট বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি শর্মিলী আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শর্মিলা আহমেদ। তিনি ‍ ক্যান্সার আক্রান্ত ছিলেন।  

মাত্র চার বছর বয়স থেকে মঞ্চ, টিভি ধারবাহিক, খণ্ড নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শর্মিী আহমেদ। সেই থেকে প্রায় চারশোর বেশি নাটক ও দেড়শোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ের মাধ্যমে সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন। খ্যাতিমান এই অভিনেত্রীর জন্ম ১৯৪৭ সালে।

অভিনয়ে ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীতে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। বিশেষ করে মায়ের চরিত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank