শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, হাতেনাতে ধরলেন স্ত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:৫৬, ৪ জুলাই ২০২২

৬৪০

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, হাতেনাতে ধরলেন স্ত্রী

আবাসিক হোটেলে এক অভিনেত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পড়লেন দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে এবং বর্তমান সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু। স্ত্রী রাম্যার কাছে ধরা খাওয়ার পর বেশ হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার মাহিশূরের একটি হোটেলে অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরেছেন রাম্যা। এ সময় সঙ্গে পুলিশ নিয়ে গিয়েছিলেন তার স্ত্রী।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও তার প্রেমিকার দিকে তেড়ে যাচ্ছিলেন রাম্যা। পুলিশ সদস্যরা তাকে আটকান। তবে স্ত্রীকে পাত্তা না দিয়ে অভিনেত্রী পবিত্রাকে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে যান নরেশ। এমনকি লিফটের কাছে গিয়ে স্ত্রীকে নিয়ে মশকরাও করেন তিনি।

রাম্যার অভিযোগ, গোপনে পবিত্রাকে বিয়ে করেছেন নরেশ।

জানা গেছে, নরেশের তৃতীয় স্ত্রী রাম্যা। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছেন। অন্যদিকে, সুচেন্দ্র প্রসাদের সঙ্গে দাম্পত্যের ইতি টেনেছেন পবিত্রা। তারাও আলাদা থাকছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash