মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ || ২৩ আশ্বিন ১৪৩১ || ০২ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘মন্টু পাইলট’র ট্রেলারে নজর কাড়লেন মিথিলা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

১৬:৫৪, ১৭ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:২৪, ১৭ এপ্রিল ২০২২

৯৯৯

‘মন্টু পাইলট’র ট্রেলারে নজর কাড়লেন মিথিলা

দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজন শিগগিরই মুক্তি পাবে। এতে সৌরভের বিপরীতে অভিনয় করেছেন রাফিয়াথ রশীদ মিথিলা। ‘বহ্নি’ চরিত্রে দেখা যাবে তাকে।

রোববার (১৭ এপ্রিল) মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেইলার। যাতে রীতিমত নজর কেড়েছেন মিথিলা।

২ মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দেখা যায়—মন্টু পাইলট বা সৌরভ মিথিলাকে জোর করে ধরে নিয়ে যায় নীলকুঠিতে। এরপর থেকে তাকে আটকে রাখা হয়; চালোনো হয় শারীরিক-মানসিক নির্যাতন। পালানোর চেষ্টা করেও সফল হন না তিনি। তারপর মিথিলার জীবনে নেমে আসে বিভীষিকাময় সময়। চোখের জল তার সঙ্গী হয়ে উঠে। পুরো ট্রেইলারজুড়ে মিথিলা-সৌরভের আধিপত্য।

গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে শুরু হয় এই সিরিজের শুটিং। আগামী ২৯ এপ্রিল সিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

তা ছাড়াও শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’ চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে। টলিউড চলচ্চিত্রে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank